লিগামেন্ট অপারেশন না করলে কি হয়?
অপারেশন না করলে কি ক্ষতি? ব্ব্যথা, ফোলা, পায়ের দুর্বলতা এবং হঠাৎ হঠাৎ করে হাঁটু ঘুরে যাওয়া ইত্যাদি দৈনন্দিন অসুবিধা ছাড়াও, বারংবার চোট পেতে পেতে হাঁটুর ক্ষতি হতে থাকে। হাঁটুর কার্টিলেজ এবং অন্যান্য লিগামেন্টগুলিও ক্ষতিগ্রস্ত হতে থাকে। ফলে অচিরেই হাঁটুতে বাতের সূচনা হয়।