হালিবুটে কি পারদের মাত্রা বেশি থাকে?
হালিবুট খাওয়ার ফলে কখনও কখনও স্বাস্থ্য সমস্যা হতে পারে। এর কারণ হল হালিবুট মাংসে নিম্ন থেকে মাঝারি মাত্রার পারদ থাকে। যদিও হালিবুটে পারদের পরিমাণ মাছকে খাওয়ার জন্য অনিরাপদ করে না, এটি অত্যধিক পরিমাণে খাওয়া কিছু সমস্যার কারণ হতে পারে। আপনার শরীরে টক্সিন জমা হতে পারে।