নারীর জরায়ু থেকে নিঃসৃত স্রাবের বিধান

0

নারীর জরায়ু থেকে নিঃসৃত স্রাবের বিধান

উত্তরঃ এ স্রাব এর আলোচনায় দুইটি মাসয়ালা আসবে: এক. এ স্রাব কি পবিত্র; নাকি অপবিত্র? ইমাম আবু হানিফা, ইমাম আহমাদ ও ইমাম শাফেয়ির এক বর্ণনা মতে (ইমাম নববী এ মতকে সঠিক বলেছেন), এ স্রাব পবিত্র। এটি শাইখ উছাইমীন (রহঃ) এরও অভিমত। আল্লাহ্‌ সকলের প্রতি রহম করুন।
Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)