নিমজ্জনের কোন পর্যায়ে দেহের তাপমাত্রা প্রাথমিক বিপত্তিতে পরিণত হয়?
হাইপোথার্মিয়ার সূত্রপাত শরীরের মূল তাপমাত্রা 95F (35C) থেকে শুরু হয়। নিমজ্জনের প্রথম 1 - 3 মিনিটে ঠান্ডা শক এর প্রাথমিক বিপদের বাইরে একজন ব্যক্তির শরীরের তাপমাত্রা ডুবে যাওয়া বা মৃত্যুর ঝুঁকি বাড়তে থাকবে।