শিল কেন পড়ে?
এখন আমরা জানি মেঘ হচ্ছে বাস্প যার মূল উপাদান পানি। এখন কোন মেঘ যদি বায়ু মণ্ডলের অনেক উপরে চলে যায় যেখানে বায়ুর তাপমাত্রা (-) এ চলে যায় সে ক্ষেত্রে মেঘের মধ্যে থাকা পানি বরফ হয়ে যায়। আর সেই বরফ যখন আকারে বড় হয়ে যায় তখন সেটাই শিল হিসাবে মাটিতে পড়ে।