তিনটি ভিন্ন পদ্ধতিতে আপনি বিবৃত তথ্যের সংশোধন করতে পারেন :-
স্থায়ী নথিভুক্তি কেন্দ্রে গিয়ে - . uidai.gov.in ওয়েবসাইটের “লোকেট এনরোলমেন্ট সেন্টার” এ ক্লিক করে নিকটবর্তী নথিভুক্তি কেন্দ্রের সন্ধান করুন|
সেলফ সার্ভিস আপডেট পোর্টাল (এসএসইউপি ) এর মাধ্যমে অনলাইনে :- uidai.gov.in ওয়েবসাইটের “আপডেট আধার ডিটেলস(অনলাইন)” এ ক্লিক করুন |
ডাকযোগে :- ,স্ব-সত্যায়িত প্রামান্য নথিপত্র সহ আবেদন পত্রটি ইউআইডিএআই তে পাঠাতে হবে | uidai.gov.in ওয়েবসাইটের “আপডেট রিকোয়েস্ট বাই পোস্ট” এ ক্লিক করুন |
যে কোনো ধরনের সংশোধনের আবেদন করার সময় কি আধারের সঙ্গে আমার মোবাইল নম্বর নিবন্ধিত করা কি জরুরি ?keyboard_arrow_up
সংশোধনের জন্য যদি আপনি সেলফ সার্ভিস আপডেট পোর্টাল(এসএসইউপি)এর সাহায্য নিয়ে থাকেন তবে আধারের সঙ্গে আপনার মোবাইল নম্বর নিবন্ধিত করতে হবে , নতুবা প্রমান্য নথিপত্র সহ আপনি নিকটবর্তী স্থায়ী নথিভুক্তি কেন্দ্রে যোগাযোগ করতে পারেন অথবা ডাকযোগে আবেদন ফর্ম ও প্রমান্য নথিপত্র সহ সংশোধনের অনুরোধ জানাতে পারেন |